নিজস্ব প্রতিবেদক ২৯ সেপ্টেম্বার ২০২৫ ১০:৪৬ পি.এম
রাজাপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী অনুষ্ঠান সুস্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার মোট ১৯টি পূজা মন্ডপে আজ (সোমবার) উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়।
উৎসবকে ঘিরে প্রতিটি মন্ডপে ছিল ভক্তদের উপস্থিতি, আরতি, ভজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এ সময় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। তিনি পূজার সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও সেবামূলক কার্যক্রম সরেজমিনে তদারকি করেন।
পূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি মন্ডপে দায়িত্ব পালন করেন।রাজনৈতিক নেতৃবৃন্দরা রোস্টার অনুসারে বিভিন্ন মন্দিরে নিরাপত্তায় সহযোগীতা করছেন
স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, প্রশাসনের সহযোগিতায় এ বছরও মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
রাজাপুরে শান্তিপূর্ণ পরিবেশে মহাসপ্তমী উদযাপন
লালমনিরহাটে ৪ শত ৬৭ টি পূজামন্ডপে দূর্গাপূজা উৎযাপিত
ফালগুনের বাতাসে বইছে খোশরোজ শরীফের আনন্দ
আগামীকাল দিবাগত রাতে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে-বরাত পালিত হবে
রাজাপুরে শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠাতা পরিব্রাজকার্যাবর শ্রী শ্রী মদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব দেবে এর স্মরণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
মাইজভাণ্ডার দরবার শরীফে মঈনুদ্দিন আহমদ মসজিদ ও রওজা কমপ্লেক্স নির্মান কাজের উদ্বোধন
গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে স্বরসতী পূজা উদযাপন
শবে মেরাজের এবাদত