ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

রাজাপুরে শান্তিপূর্ণ পরিবেশে মহাসপ্তমী উদযাপন

নিজস্ব প্রতিবেদক ২৯ সেপ্টেম্বার ২০২৫ ১০:৪৬ পি.এম

রাজাপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী অনুষ্ঠান সুস্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার মোট ১৯টি পূজা মন্ডপে আজ (সোমবার) উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়।

উৎসবকে ঘিরে প্রতিটি মন্ডপে ছিল ভক্তদের উপস্থিতি, আরতি, ভজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এ সময় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। তিনি পূজার সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও সেবামূলক কার্যক্রম সরেজমিনে তদারকি করেন।

পূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি মন্ডপে দায়িত্ব পালন করেন।রাজনৈতিক নেতৃবৃন্দরা রোস্টার অনুসারে বিভিন্ন মন্দিরে নিরাপত্তায় সহযোগীতা করছেন

স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, প্রশাসনের সহযোগিতায় এ বছরও মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর