নিজস্ব প্রতিবেদক ০৫ মার্চ ২০২৫ ০৫:২০ পি.এম
দলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে কৃষকের কৃষিজমি দখল করে চাতাল ও গুদাম নির্মাণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। জমিটি উদ্ধার ও নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছেন জোনাব আলী নামের ওই কৃষক।
জোনাব আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামের বাহার উদ্দিনের ছেলে। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।
থানায় করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু। তাঁর ঘনিষ্ঠ সহযোগী সিরাজুল ইসলাম ক্ষমতার প্রভাব দেখিয়ে তাঁর প্রতিবেশী কৃষক জোনাব আলীর জমি দখল করে চাতাল ও গুদামঘর নির্মাণ করেন। সেই চাতাল ও গুদাম নিজে দাঁড়িয়ে থেকে নির্মাণকাজ সম্পন্ন করে দেন লিয়াকত হোসেন বাচ্চু। প্রতিবাদ করলে দলবল নিয়ে জোনাব আলীর বাড়িতে হামলা চালিয়ে হুমকি-ধমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতেন সিরাজুল ইসলাম ও তাঁর লোকজন। এর পর থেকে জমি উদ্ধারে নানান চেষ্টা করেও ব্যর্থ হন কৃষক জোনাব আলী।
আওয়ামী লীগের পতন হলে আত্মগোপনে চলে যান লিয়াকত হোসেন ও তাঁর সহযোগীরা। সেই জমি উদ্ধারে থানা-পুলিশের আশ্রয় নিলে পুনরায় সিরাজুল ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে গত ২৮ ফেব্রুয়ারি দলবল নিয়ে জোনাব আলীর বাড়িতে হামলা চালান। এ সময় জোনাব আলী বাড়িতে না থাকায় ভয়ভীতি দেখিয়ে চলে যান তাঁরা।
এ ঘটনায় বিচার ও নিরাপত্তা চেয়ে ২৮ ফেব্রুয়ারি রাতে হাতীবান্ধা থানায় সিরাজুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন জোনাব আলী। একই দাবিতে সংবাদ সম্মেলনও করেছেন তিনি।
ওই গ্রামের শহিদুল ইসলাম বলেন, ‘জোনাব আলীর জমির পাশের জমি ক্রয় করে পুরো অংশ দখল করে নিয়ে চাতাল ও গুদাম করেছেন সিরাজুল গংরা। ওই সময় প্রতিবাদ করার কোনো উপায় ছিল না। সিরাজুলের চাতালের মাঝে জোনাব আলীর জমিও রয়েছে।’
কৃষক জোনাব আলী বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু দাঁড়িয়ে থেকে আমার জমির ওপর সিরাজুলের চাতাল ও গুদাম নির্মাণ করে দেন। প্রতিবাদ করলে ছাত্রলীগ-যুবলীগের ছেলেরা এসে বাড়িতে হুমকি দিয়ে যেত। তাই তখন প্রতিবাদ করতে পারিনি।’
অভিযুক্ত আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলাম মোবাইল ফোনে বলেন, ‘বাচ্চু চেয়ারম্যান আমার চাতাল ও গুদাম নির্মাণকাজের উদ্বোধন করেছেন। আমি আওয়ামী লীগের কোনো পদে ছিলাম না এবং নেই। বরং আমার মা ভোটের সময় জামায়াতের এজেন্ট ছিলেন। আমার চাতাল ও গুদাম আমাদের ক্রয় ও পৈতৃক সম্পত্তির ওপর নির্মাণ করেছি।’
টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিরাজুল ইসলাম ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং বাচ্চু চেয়ারম্যানের খাস লোক। সরকার ক্ষমতায় থাকাকালে ওই পদ ব্যবহার করে ক্ষমতার অপব্যবহারও করেছিলেন বলে নানান অভিযোগ ছিল সিরাজুলের বিরুদ্ধে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, জমি-জমার বিষয়টি দেওয়ানি আইন। তাই কৃষক জোনাব আলীর অভিযোগটি প্রসিগেশন হিসেবে আদালতে পাঠানো হয়েছে এবং বাদীকে আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন
নিখোঁজ রুবেলের খোঁজ মিলছে ব্রিটেনে
ফরিদপুরের বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে ২০ জন আহত
উত্তরায় বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ‘নেক্সান ড্রিম’ প্লাটফর্মের উদ্বোধন
আরজেএফ এর আয়োজনে ডেমরায় সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ফরিদপুরে ৪ ঘন্টা অবরোধের পর, প্রশাসনের আশ্বাসে মহাসড়কে যান চলাচল শুরু
ফরিদপুরে একমাত্র ঘুষ খোরদের বাজার
খুলনায় নদী থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ ও ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার
দিনাজপুরে ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস পালিত
আমতলীতে প্রতিবন্ধীর জমি দখলের পায়তারা,সালিশ বৈঠকে বসে মারামারির অভিযোগ উঠেছে
সড়কের বেহাল দশা: দুর্ভোগে এলাকাবাসী
গাবতলী আল কুরআন হাফিজিয়া ক্বওমি মাদ্রাসা ও এতিম খানায় সাবেক মেয়র সাইফুল ইসলামের আর্থিক অনুদান প্রদান
গাবতলী আল কুরআন হাফিজিয়া ক্বওমি মাদ্রাসা ও এতিম খানায় সাবেক মেয়র সাইফুল ইসলামের আর্থিক অনুদান প্রদান
বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিল বিআরসি’র আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
লাকসামে সড়ক ও জনপথের জমি দখলমুক্ত করতে ৫০০ স্থাপনা উচ্ছেদ
বিজয়নগরে নির্বাচনী আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
গোয়ালন্দে বাহরাইন প্রবাসীর জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
বগুড়া গাবতলী মডেল থানা পুলিশ কর্তৃক মাদক সম্রাট রায়হান মাদক সহ গ্রেপ্তার
শেবাচিমে ৪৮ ঘণ্টা পর কর্মস্থলে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা
গাজীপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অধিকার আদায়ের দাবিতে মানববন্ধন
রাঙ্গুনিয়ায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোয় পারাপার
পানির দাবীতে রাস্তায় নেমেছে পৌরবাসী শিঘ্রই সমাধানের আশ্বাস পৌর প্রশাসকের
শেবামেকের সামনে ফের উত্তেজনা : ইট-পাটকেল নিক্ষেপ
জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় মিছিল উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা
গাবতলীতে মসজিদ সংস্কার ও উন্নয়নের জন্য সাইফুলের আর্থিক সহায়তার প্রদান
দোষীকে গ্রেফতার না করা পর্যন্ত পুলিশের ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা
তিস্তায় পানি কমলেও ভোগান্তি কমেনি বানভাসি মানুষের
তিস্তায় পানি কমলেও ভোগান্তি কমেনি বানভাসি মানুষের
৬ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা: নিন্দার ঝড়