নিজস্ব প্রতিনিধি ০৩ জুন ২০২৫ ০২:১২ পি.এম
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, প্রতিবন্ধীদের উন্নয়নে পরিবার সমাজ ও রাষ্ট্রকে ভাবতে হবে। স্বয়ংসম্পন্ন মানুষ কখনো অপরিপূর্ণ মানুষের কষ্ট বুঝেনা। সমাজের সকল স্তরের মানুষকে প্রতিবন্ধীদের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসতে পারলে আমরা বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তেপারবো।
তিনি বলেন, এই প্রতিষ্ঠানের ভ‚মি নিয়ে কোন আইনি জটিলতা থাকলে আমি তা সমাধানের চেষ্টা করব। যাতে এই প্রতিষ্ঠান কাজ করতে পারে। প্রতিষ্ঠানটি সমাজসেবার অন্তর্ভুক্ত ভুমিখেকোদের কু নজরে পড়েছে।বিভিন্নভাবে গ্রাস করার চেষ্টা করছে। প্রতিষ্ঠান রক্ষায় আইনগত সকল ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, প্রতিবন্ধী মানুষকে করুনা নয়, তাদের অধিকার সৃষ্টির লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠান টি স্থাপিত হয়েছে। প্রতিষ্ঠানটি আজ অবধি ভালো নেই সে লজ্জা আমাদের সকলের। ডিজিএফ ফাউন্ডেশন এর কার্যালয়ে সংস্কার বা ভবন করা যায় কিনা আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব।
এ প্রতিষ্ঠানের ভূমি নিয়ে কারো জিব্বাহ বেড়ে গেলে সেটিও দেখা হবে আইনিভাবে।
পৃথিবীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী হচ্ছে প্রতিবন্ধীরা এদেরকে সামনে টেনে আনতে পারলেই সমাজ ব্যবস্থার পরিবর্তন সম্ভব। সৃষ্টিকর্তা যাদেরকে পরিপূর্ণ মানুষ রূপে গড়েছেন তারা যদি অসম্পন্ন মানুষ নিয়ে ভাবে না তাহলে তাদের প্রতি অবিচার করা হলো।
ব্যক্তি পরিবার, সমাজ এবং রাষ্ট্র প্রতিবন্ধীদের নিয়ে ভাববে এটাই আমাদের কাম্য।
প্রতিবন্ধীদের জন্য এ প্রতিষ্ঠানে কষ্টকর ব্যবস্থাপনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা এমনও প্রকল্প গ্রহণ করে থাকি প্রতিদিন শত শত কোটি টাকা যেখানে ভর্তুকি দিতে হয়। কিন্তু আমাদের মন মানসিকতা ভালো কাজে নেই। আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। সমাজে যারা নেতৃত্ব দেয় তাদের অনেক দায় রয়েছে।
আজকে বাংলাদেশের মানুষ হাসতে পারে না উল্লেখ করে তিনি বলেন , হতাশার কিছু নেই, বাংলাদেশকে কারো কাছে স্থায়ী বন্দোবস্ত দেয়া হবে না। সকল ধরনের দুর্নীতিমুক্ত , অপশাসন মুক্ত সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় এবং রাষ্ট্র সংস্কার ও মেরামতের কাজ চলছে।
গত ২জুন সোমবার রাতে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ঈদের পোশাক বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) উপদেষ্টা, বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে ও মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপকও বিশিষ্ট সঙ্গীত শিল্পী ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ রফিকুল হক। স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ এর সহ সভাপতি এডভোকেট রকিব আলী খান।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেটের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার দেওয়ান হাছিব রাজা চৌধুরী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান সামছু। বক্তব্য রাখেন জিডিএফ এর উপদেষ্টা ডা. মিফতাহুল হোসেন সুইট, জিডিএফ এর সভাপতি প্রমেশ দত্ত।
উপস্থিত ছিলেন, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুর রকিব, দি ডেইলি প্রেজেন্ট টাইম এর সিলেট ব্যাুরোচীফ ও বাংলা নিউজ ইঊএস ডটকমের ক্রাইম এডিটর এমদাদুর রহমান চৌধুরী জিয়া, জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক মো. শাহজাহান, আফজল শিকদার, সরুফা বেগম, ধর্মীয় শিক্ষক মাওলানা আনিছুল হক, সংগীত শিক্ষক ওয়াসিম আহমদ, জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের ট্রেজারার মো. দিদার আহমদ, অভিভাবক মো. আব্দুল কুদ্দুস তালুকদার, রুকসানা বেগম, জিডিএফ’র সদস্য সাবিলা কান্তা, ফাতেমা বেগম, শিলন বেগম, ববি বেগম, সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী রাদিয়া জান্নাত তালুকদার।
অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদের উপহার হিসেবে পোশাক বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী জিডিএফ কার্যালয় পরিদর্শন করেন।
এসময় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা তাকে ইসলামিক সংগীত পরিবেশন করে শোনান।এবং শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী বেইল পদ্ধতিতে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে জিডিএফএর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তোলে দেন শিক্ষার্থীরা
লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার ওপরে----বিধ্বস্ত হয়েছে চরাঞ্চল
জয়পুরহাটের পাঁচবিবিতে ঝড়ে গাছের ডাল ভেঙ্গে পড়ে যুবকের মৃত্যু
ঢাকার উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত আহত হয়েছেন ৫০ জনের বেশি
হজরত ইমাম হোসেন (রা.)এই আত্মত্যাগ জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে-প্রধান উপদেষ্টা
আর নাই সাবেক সিইসি এটিএম শামসুল হুদা
সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা ইমরান আলী’র বিরুদ্ধে
হাজী হাবিবুল্লাহ দরবেশ স্মৃতি পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণ ও সচেতনমূলক র্যালি
লাকসামে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুরে বিএনপি'র বৃক্ষরোপণ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আবারো ৭ জনকে পুশ-ইন করেছে বিএসএফ
বাংলাদেশ স্কাউট গোয়ালন্দ শাখার "কাব কার্নিভাল" অনুষ্ঠিত
লাকসামে “জলাবদ্ধতা নিরসনে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
কমিটি বাতিলের দাবিতে এবার সড়ক অবরোধ করে খোলা চিঠি পাঠ ছাত্রদলের
লালমনিরহাটে সাবেক প্রতিমন্ত্রীর কোটি টাকার গাড়িসহ ২ জন আটক
টিউলিপের ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত আছে - দুদক চেয়ারম্যান
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কেরানীগঞ্জে পৃথক অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা ও ১০ টি বৈদ্যুতিক মিটার জব্দ
জীবন বৈচিত্র্য সংরক্ষণ, সবুজায়ন ও পানি পরিশোধন কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিরূপণের লক্ষ্যে হাতিরঝিল পরিদর্শনে রাজউক চেয়ারম্যান
বর্তমান পুলিশ মানবিক ও আগের থেকে সক্রিয়- স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপ পরিচালক শামীম কে অপসারণের দাবিতে ছাত্র-জনতা মশাল মিছিল
রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তর পরিদর্শন - স্বরাষ্ট্র উপদেষ্টা
এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই- সারজিস আলম
দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দুর্গাপুর সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন করেছে বিএসএফ
প্রতিবন্ধীদের অধিকার আদায়ে সমাজ ও রাষ্ট্রকে ভাবতে হবে -বিভাগীয় কমিশনার
জিয়াউর রহমান একজন ক্ষণজন্ম মহাপুরুষ--বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম
জয়পুরহাটে ভিজিএফের চাল বিতরণ
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভা
৮২ কেজি গাঁজা রাজধানীর ধোলাইপাড়ে র্যাব-১০ কর্তৃক উদ্ধার ও পিকআপসহ ০৪ জন আটক
দুর্যোগ ব্যবস্থাপনার আওতায় ২৪ জন অতি দরিদ্র পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান
কাপ্তাই মৎস্যজীবিদের মাঝে ছাগল, খোয়াড়,ঔষধ,ভিটামিন ও খাদ্য বিতরণ