নিজস্ব প্রতিনিধি ২৪ সেপ্টেম্বার ২০২৫ ০২:৪০ পি.এম
শারদীয় দুর্গাৎসবকে ঘিরে উৎসবের আমেজে ভরে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। জেলার বিভিন্ন মণ্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। নিপুণ হাতে রঙ তুলির আঁচড়ে প্রতিমাকে সাজিয়ে তুলছেন মৃৎশিল্পীরা। দেবী দুর্গার সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমাও রঙিন সাজে প্রস্তুত হচ্ছে। দিনরাত কাজ করে চলেছেন শিল্পীরা, সময়মতো প্রতিমা তুলে দেওয়ার লক্ষ্যে দম ফেলারও সুযোগ নেই। এ কাজে পুরুষদের পাশাপাশি নারী সদস্যরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
ভক্তদের মনে ইতিমধ্যেই উৎসবের আনন্দ স্পষ্ট। মায়ের আগমনের প্রতীক্ষায় তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দেবীর রাতুল চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার পরিকল্পনা করছেন অনেকেই।
শহরের মুন্সেফপাড়ার বাসিন্দা সুমন চক্রবর্তী জানান, “মায়ের আগমন উপলক্ষে আমরা খুব খুশি। পরিবারের সবার জন্য কেনাকাটা করেছি। সপ্তমী থেকে নবমী পর্যন্ত মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব।”
পাইকপাড়ার সজীব পাল বলেন, “মাহেন্দ্রক্ষণে আমরা সকলে মিলে প্রার্থনা করবো, যাতে মা দুর্গা আমাদের দেশকে রোগশোক ও দুর্দশা থেকে রক্ষা করেন।”
শেষ মুহূর্তের ব্যস্ততায় শিল্পীরা
নবীনগরের ভোলাচং গ্রামের মৃৎশিল্পী বরেন পাল বলেন, “আর মাত্র কয়েক দিন বাকি। এখন আমরা প্রতিমার গায়ের সাজসজ্জা নিয়ে ব্যস্ত। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা তুলে দিতে হবে, তাই রাতদিন কাজ করছি।”
একই কথা জানান আরেক শিল্পী মলাই চন্দ্র পাল। তিনি বলেন, “গতবার ৪০টি প্রতিমা বানিয়েছিলাম, এবার ৪৫টি। তাড়াহুড়ো আছে, তাই দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছি।”
ঝন্টু পাল, কান্দিপাড়ার রঘুনাথ জিউর আখড়ার প্রতিমা শিল্পী, বলেন, “মূর্তি তৈরির উপকরণের দাম বেড়েছে, কিন্তু সে তুলনায় প্রতিমার দাম বাড়েনি। এ বছর কারিগর সংকট থাকায় ১৫টি মূর্তির অর্ডার নিয়েছি। শেষ মুহূর্তে একদম বিশ্রাম নেই।”
পূজা আয়োজনে প্রস্তুত প্রশাসন ও আয়োজকরা: ব্রাহ্মণবাড়িয়া শহরের গগণ সাহাবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক আশিষ কুমার সাহা জানান, “আমাদের প্রস্তুতি প্রায় শেষ। পঞ্জিকা অনুযায়ী নির্ধারিত সময়ে পূজা শুরু করবো। মণ্ডপে সাজসজ্জার কাজ চলছে।”
জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রবীর চৌধুরী রিপন জানান, “জেলার ৯টি উপজেলায় এ বছর মোট ৫৭৮টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। প্রতিটি উপজেলা ও পূজা কমিটির সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।”
উপজেলা ও পূজা মণ্ডপ অনুযায়ী পূজার সংখ্যা: ব্রাহ্মণবাড়িয়া সদর: ৮০টি, নাসিরনগর: ১৩৯টি, নবীনগর: ১২৭টি, বিজয়নগর: ৫৬টি, সরাইল: ৫৩টি, কসবা: ৪৩টি, আখাউড়া: ২৪টি,
বাঞ্ছারামপুর: ৪২টি, আশুগঞ্জ: ১৫টি। প্রশাসনের নজরদারিতে নিরাপত্তা: জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানান, “দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি যৌথ বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি মণ্ডপে থাকবে সিসিটিভি ক্যামেরা। প্রতিমা নির্মাণ থেকে বিসর্জন পর্যন্ত সব কার্যক্রম মনিটরিং করা হবে।”
তিনি আরও জানান, “পূজা উদযাপন ফ্রন্টসহ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একাধিক দফায় আলোচনা হয়েছে। সবাই মিলে সহযোগিতা করলে একটি সুন্দর পূজা উপহার দেওয়া সম্ভব হবে।” বাংলা পঞ্জিকা অনুযায়ী, এ বছর দেবী দুর্গা গজে (হাতি) চড়ে আগমন করবেন, যা শুভ ও সমৃদ্ধির বার্তা বহন করে। আর গমন করবেন দোলায় (পালকি), যা প্রাকৃতিক ভারসাম্যের ইঙ্গিত দেয়। ইংরেজি তারিখ অনুযায়ী: ২৮ সেপ্টেম্বর: বোধন ও ষষ্ঠী। ২ অক্টোবর: বিজয়া দশমী। শহর জুড়ে উৎসবের আমেজে দোলা দিচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন। মায়ের আগমন ঘিরে যেমন ধর্মীয় আবেগ, তেমনি শিল্প-সংস্কৃতির সম্মিলন ঘটছে প্রতিমা তৈরির নিপুণতায়। এখন শুধু অপেক্ষা-মায়ের শুভ আগমনের।
লালমনিরহাটের খাতাপাড়া বিসিক এলাকায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় হামলা ও শ্লীলতাহানীর অভিযোগ
লালমনিরহাটের খাতাপাড়া বিসিক এলাকায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় হামলা ও শ্লীলতাহানীর অভিযোগ
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন সমাজসেবক মুহাম্মদ হুসাইন জাহাঙ্গীর
পিরোজপুরে “সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিসংখ্যান দিবস উদযাপন
লালমনিরহাটে জমি দখলে ব্যর্থ হামলায় একজন গ্রেফতার
লাকসামে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলা ও লুটপাট, পরিবারের মধ্যে আতঙ্ক
লালমনিরহাটে তিস্তার পানি আবারও বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে
লালমনিরহাটের কালীগঞ্জে ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ী
আখাউড়ায় পুজা মন্দির পরিদর্শন করেছেন কর্নেল জাব্বার আহমেদ
টেকনাফে ২৪ হাজার ইয়াবাসহ ১ মাদক পাচারকারি আটক - কোস্ট গার্ড
নেই দুর্গাপূজার আনন্দ চলছে শোকের মাতম
তিতাস থানায় নতুন ওসি মোঃ খালেদ সাইফুল্লাহ এর যোগদান
কৃষি উৎপাদন বৃদ্ধিতে পাংশায় কৃষকদের মাঝে শীতকালীন সবজির বীজ বিতরণ
গাইবান্ধা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
বারিধারা ডিওএইচএ দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করলেন সালাউদ্দিন চৌধুরী ও মাকসুদা চৌধুরী
কালীগঞ্জের চলবলা ইউনিয়নে বিদ্যুৎপৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
লালমনিরহাটে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার
বগুড়া গাবতলীতে কারিগরি কলেজ উদ্বোধন,প্রধান অতিথি সাবেক এমপি লালু
যশোরে ফেন্সিডিল ও বিদেশী মদসহ ভারতীয় ও বাংলাদেশী আটক
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে রিফাত আরা মৌরি’র যোগদান
হাবিপ্রবি উপাচার্যের বিরুদ্ধে মানহানিকর ভয়েস ম্যাসেজ: তদন্ত কমিটি গঠন
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবের আমেজে ভরে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া
টেকনাফের বাহারছড়ায় ৫ অপহৃত উদ্ধার ২ অপহরণকারী আটক - কোস্ট গার্ড
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে পরিকল্পনা কমিশনে বদলি
কোস্ট গার্ডের ২ অভিযানে বালু উত্তোলনকালে ৫ টি ড্রেজার সংযুক্ত বাল্কহেডসহ ১৬ জন আটক
সোনাইমুড়ীতে দোকান উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বরুড়ায় প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ও জব ফেয়ার
জয়পুরহাটে দূর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের মতবিনিময় সভা
দক্ষিণ সুরমায় নির্জন স্থানে টিনশেডের ঘরে সবুজ আলীর মাদকের গোডাউন