বিশেষ প্রতিনিধি ২৯ ডিসেম্বার ২০২৫ ০৫:২১ পি.এম
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে আজ সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫ইং তারিখে শহীদ ডা. মিল্টন হলে স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট (এসসিএ) (Structured Clinical Assessment-SCA) নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন বিএমইউ এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। তিনি তার বক্তব্যে উচ্চতর মেডিক্যাল শিক্ষা কার্যক্রম প্রদানে আরো মানসম্মত গুণগত শিক্ষা প্রদানের উপর গুরুত্বারোপ করে চিকিৎসা বা মেডিক্যাল শিক্ষায় পিছিয়ে না থেকে চ্যালেঞ্জ গ্রহণ করে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন। উচ্চতর মেডিক্যাল শিক্ষায় যার প্রয়োজনীয়তা অপরিহার্য ও সময়েরই দাবি বলেও তিনি উল্লেখ করেন। বিএমইউ এর চর্মরোগ ও যৌন ব্যাধি বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় বিএমইউসহ দেশের বিভিন্ন মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫ জন চর্মরোগ বিশেষজ্ঞ শিক্ষক, চিকিৎসক অংশগ্রহণ করেন।
গুরুত্বপূর্ণ এই কর্মশালায় বিএমইউ এর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বিএমইউ এর চর্মরোগ ও যৌন ব্যাধি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ মুনীর রশীদ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী। প্রধান রিসোর্স পারসন হিসেবে লেকচার প্রদান করেন চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ আবদাল মিয়া এবং রিসোর্স পারসন হিসেবে লেকচার প্রদান করেন পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের মেডিক্যাল এডুকেশন বিষয়ের সহকারী অধ্যাপক ডা. মোঃ রাসেল আহমেদ খান। কর্মশালায় এসসিএ এর দর্শন তুলে ধরা, গ্রুপ ওয়ার্ক এ্যান্ড প্রাকটিক্যাল ডেমোনেসট্রেশন অফ এসসিএ, গ্রুপ প্রেজেনটেশনস, ওয়ার্প-আপ সেশন ইত্যাদি সম্পন্ন করা হয়। যা শিক্ষার মানোন্নয়ন, মূল্যায়ন পদ্ধতির আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ তৈরিতে ভূমিকা রাখাসহ বিএমইউতে উচ্চমানের স্নাতকোত্তর মেডিক্যাল শিক্ষা ও দক্ষ বিশেষজ্ঞ তৈরির চলমান প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। এসসিএ- বিষয়ক গুরুত্বপূর্ণ এই কর্মশালায় ক্লিনিক্যাল দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বৃদ্ধি এবং গুণগত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক, চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা স্বাস্থ্যসেবার টেকসই উন্নয়নে বিএমইউ-এর অঙ্গীকারেরই প্রতিফলন। কর্মশালায় কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন ও সহযোগী অধ্যাপক ডা. মোঃ মোস্তাক মাহমুদ।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, শিক্ষার মানোন্নয়ন, মূল্যায়ন পদ্ধতির আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ তৈরির ক্ষেত্রে এসসিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট (এসসিএ) বিষয়ক কর্মশালা কী ধরণের শিক্ষা প্রদান করা হচ্ছে তার মূল্যায়নের একটি পরিকল্পিত, নির্দিষ্ট ও মানসম্মত পদ্ধতি। যা প্রকারান্তে উচ্চতর মেডিক্যাল শিক্ষা কার্যক্রমকে আরো উন্নত, বেগবান ও প্রসারিত করবে। দেশের রোগীদের সর্বাধুনিক মানের বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রাপ্তির বিষয়ে বিশেষ ভূমিকা রাখবে এবং গুণগত বিশেষজ্ঞ চিকিৎসা শিক্ষা ও সেবা কার্যক্রম সম্প্রসারণেও বিরাট অবদান রাখবে এই কর্মশালা। এসসিএ এর মাধ্যমে একজন শিক্ষার্থীকে সুনিদৃষ্ট পদ্ধতিতে সঠিকভাবে মূল্যায়ন করা যায়। গুণগত মানের প্রশ্ন তৈরি, কারিকুলাম আপডেট করাসহ দেশের জনগণের চাহিদা পূরণ ও মেডিক্যাল শিক্ষায় দেশের মুখ উজ্জ্বল করতে এই কর্মশালার গুরুত্ব অনস্বীকার্য।
সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার বলেন, একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জন্য একামেডিক কার্যক্রম ও গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষায় মানসম্মত প্রশ্নপত্র নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় বিএমইউ এর বর্তমান প্রশাসন একটি একটি প্রশ্নব্যাংক তৈরির উদ্যোগ নিয়েছে।
কর্মশালায় জানানো হয়, এই কর্মশালা মেডিকেল শিক্ষা ও মূল্যায়নে আরও গুণগত মান নিশ্চিত করতে সাহায্য করবে। প্রকৃত ক্লিনিক্যাল দক্ষতা মূল্যায়নে সহায়ক হবে। স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট স্বাস্থ্যশিক্ষায় গুণগত মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যৎ চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে এটি অত্যন্ত কার্যকর। দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার টেকসই উন্নয়ন ও উচ্চতর মেডিক্যাল শিক্ষার মানোন্নয়নে এটা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি অংশগ্রহণকারী শিক্ষক, চিকিৎসক, এমনকি শিক্ষার্থীদের ক্লিনিক্যাল জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে আন্তর্জাতিক মানের চিকিৎসক তৈরিতে ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরা জানান, এই কর্মশালার মাধ্যমে তারা ক্লিনিক্যাল দক্ষতা মূল্যায়নের একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও শিক্ষার্থী-কেন্দ্রিক পদ্ধতি সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। কর্মশালার সমাপনী অধিবেশনে আয়োজকরা ভবিষ্যতে এ ধরনের আরও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে ক্লিনিক্যাল মূল্যায়ন ব্যবস্থাকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা সম্ভব হবে।
কর্মশালায় মুগদা মেডিক্যাল কলেজের চর্মরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. আবু রেজা সায়েম আহমেদ সম্পাদিত Concise Dermatology বইটি বিএমএই এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলমের হাতে তুলে দেন, এসময় বিএমইউ প্রশাসসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএমইউতে স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে আন্তর্জাতিক বিশেষজ্ঞের সেমিনার
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির ৩৮তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৫
বিএমইউতে প্রিসিশন মেডিসিন নিয়ে সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশের লিভার রোগ চিকিৎসার পথিকৃৎ,অধ্যাপক ডা. মবিন খান এর স্মরণ সভা অনুষ্ঠিত
টিকেট কাটা ও ডাক্তার দেখাতে দীর্ঘ লাইনের ভোগান্তি এড়াতে বিএমইউতে অনলাইন সেবা চালু
রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর
সাতক্ষীরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত
জয়পুরহাটে বিএনপির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
জামায়াতের চিকিৎসা ক্যাম্পে চশমা, অপারেশন, ওষুধ সহ বিনামূল্যে চিকিৎসা পেলেন হাজারো মানুষ
সুনামগঞ্জের তাহিরপুর স্বাস্থ্য কম্পপ্লেক্সে হচ্ছেটা কী ?
করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট ঠেকাতে লাকসামে স্বাস্থ্য বিভাগের সতর্কবার্তা; প্রেসব্লিফিং
বিজয়নগরে স্বাস্থ্য সহকারীদের ২ ঘণ্টা কর্মবিরতি
পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা
কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ক্ষতিকর মিথেন গ্যাস নিয়ন্ত্রণে বাংলাদেশের বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর নতুন উদ্ভাবন
চা পানে সারবে সর্দি-কাশি
সেরব্রাল পালসি" রোগে আক্রান্ত শিশু আরাফাত বাঁচতে চায়
ঝালকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং
দিনাজপুরে জাতীয় ভিটামিন ‘এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা
মাবনদেহে দারুচিনির উপকারিতা কি?
‘গ্লোবাল রিকগনিশন অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন বাংলাদেশের সানি
দৌলতদিয়া সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
বাঙ্গালি জাতির জন্য সুখবর। অকালে আর মৃত্যু নয়। উন্নত চিকিৎসায় বাংলাদেশেই ক্যান্সার ও অন্যান্য জটিল রোগ ভালো হয়