নিজস্ব প্রতিবেদক ২৩ আগষ্ট ২০২৫ ০৭:১৬ পি.এম
আজ ২৩ আগস্ট জনগণের স্বাস্থ্যসেবায় অনন্য ভূমিকা রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আয়োজন করেছে এক বিশাল ফ্রি চিকিৎসা ক্যাম্প। শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত কালিয়াজুড়ি পিটিআই স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত এই ক্যাম্পে বিভিন্ন বিভাগে চিকিৎসা নিয়েছেন সহস্রাধিক সাধারণ মানুষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর এবং কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অন্ধকল্যাণ সমিতি কুমিল্লার সভাপতি আ. হ. ম. তাইফুর আলম, জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগরী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, মহানগরী যুব বিভাগের সভাপতি ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী নজির আহমেদ, মহানগরীর শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মুজিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ডের আমীর মাওলানা মোঃ মুহিবুর রহমান এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি সাইফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন—
১ নং ওয়ার্ড সভাপতি আমান উল্লাহ, সেক্রেটারি নাজমুল হাসান রবিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের খান, শুরা সদস্য আবুজাহিদ, মোহাম্মদ শামসুল ইসলাম, মোহাম্মদ হুমায়ুন কবির মিয়াজি, মোহাম্মদ ইসহাক মিয়াজি, মোঃ সফিউল, মোঃ সাকিব, মোঃ আনিছ, মোঃ আক্তার, মোঃ আলী, মোঃ জসিম উদ্দিন, মোঃ মিজানুর রহমান, মোঃ রিফাত, মোঃ আসিব, মোঃ রায়হান, মোঃ আব্দুর রহিম, মোঃ দুলাল মিয়া, আব্দুল্লাহ আল রাহাত, মোঃ রকিব, মোঃ হৃদয়, মোহাম্মদ সুমন মিয়া, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মাওলানা সফিকুজ্জামান, মোহাম্মদ তৈয়ব আলী, মোঃ রাসেল, মোঃ মহররম আলী, মোঃ মোকবুল হোসেন প্রমুখ।
চিকিৎসা সেবার পরিসংখ্যানে দেখা যায়—চক্ষু বিভাগে ৪৫০ জন সাধারণ রোগী চিকিৎসা নেন, ৯৪ জনকে চশমা প্রদান করা হয় এবং ৬৫ জন রোগীর ছানি অপারেশন সম্পন্ন হয়। এছাড়া মেডিসিন, অর্থোপেডিক, চর্ম ও যৌন, গাইনি, শিশু, ডায়াবেটিসসহ নানা সমস্যায় আক্রান্ত হয়ে ১২০০ জনেরও বেশি মানুষ চিকিৎসা গ্রহণ করেন।
এই মহতি উদ্যোগে সার্বিক সহযোগিতা করে জাতীয় অন্ধকল্যাণ সমিতি, মডার্ন হসপিটাল ও এনডিএফ কুমিল্লা।
প্রধান অতিথি কাজী দ্বীন মোহাম্মদ বলেন—
“জনগণ আজ চিকিৎসা থেকে বঞ্চিত। সরকারি হাসপাতালে সব সম্ভব হচ্ছেনা তাই আমরা নিজেরাই জনগণের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। রাজনীতি মানেই মানুষের সেবা, আর এই চিকিৎসা ক্যাম্প সেই দায়িত্ববোধেরই প্রতিফলন।”
চিকিৎসা নিতে আসা সাধারন মানুষেরা বলেন যে কালিলিয়াজুড়ি পিটিআই স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত এই ফ্রি চিকিৎসা ক্যাম্প প্রমাণ করেছে—ক্ষমতায় না থেকেও মানুষের পাশে দাঁড়ানো সম্ভব, যদি নেতৃত্বে থাকে আন্তরিকতা ও দায়বদ্ধতা।
জামায়াতের চিকিৎসা ক্যাম্পে চশমা, অপারেশন, ওষুধ সহ বিনামূল্যে চিকিৎসা পেলেন হাজারো মানুষ
সুনামগঞ্জের তাহিরপুর স্বাস্থ্য কম্পপ্লেক্সে হচ্ছেটা কী ?
করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট ঠেকাতে লাকসামে স্বাস্থ্য বিভাগের সতর্কবার্তা; প্রেসব্লিফিং
বিজয়নগরে স্বাস্থ্য সহকারীদের ২ ঘণ্টা কর্মবিরতি
পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা
কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ক্ষতিকর মিথেন গ্যাস নিয়ন্ত্রণে বাংলাদেশের বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর নতুন উদ্ভাবন
চা পানে সারবে সর্দি-কাশি
সেরব্রাল পালসি" রোগে আক্রান্ত শিশু আরাফাত বাঁচতে চায়
ঝালকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং
দিনাজপুরে জাতীয় ভিটামিন ‘এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা
মাবনদেহে দারুচিনির উপকারিতা কি?
‘গ্লোবাল রিকগনিশন অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন বাংলাদেশের সানি
দৌলতদিয়া সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
বাঙ্গালি জাতির জন্য সুখবর। অকালে আর মৃত্যু নয়। উন্নত চিকিৎসায় বাংলাদেশেই ক্যান্সার ও অন্যান্য জটিল রোগ ভালো হয়