নিজস্ব প্রতিনিধি ২৪ জুন ২০২৫ ০৫:৪২ পি.এম
মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের পেশাগত মর্যাদা, নিয়োগবিধি সংস্কার এবং বেতন বৈষম্য নিরসনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিজয়নগর উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
স্বাস্থ্য সহকারীদের মূল দাবি হলো নিয়োগবিধি সংশোধন করে স্নাতক (বিজ্ঞান) ডিগ্রীধারীদের উপযুক্ত মর্যাদা দিয়ে ১৪তম গ্রেড নির্ধারণ, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদান।
পাশাপাশি, পদোন্নতিতে ধারাবাহিক গ্রেড উন্নয়ন এবং স্বাস্থ্যখাতের আন্তর্জাতিক সাফল্যে ভূমিকা রাখা সত্বেও দীর্ঘদিন ধরে চলা বেতন বৈষম্য দূর করার আহ্বান জানান তারা।
সংগঠনের বিজয়নগর উপজেলা শাখার সভাপতি মোঃ শাহীন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুকুর রহমানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন,
এসোসিয়েশনের সাবেক সভাপতি আলাল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ছফিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন।
বক্তারা জানান, ‘মানবজন্মের পর থেকে প্রতিষেধক টিকা কার্যক্রম স্বাস্থ্য সহকারীরাই পরিচালনা করে থাকেন। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথার্থভাবে পালনের পরও আমরা এখনও টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। এটি শুধু অবমাননাকর নয়, এটি আমাদের পেশাগত ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।
তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে বারবার আবেদন ও স্মারকলিপি প্রদান সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। এবার যদি দাবীসমূহ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হয় তবে তারা আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধের আলটিমেটাম দেন।
বক্তারা আশা প্রকাশ করেন, অর্ন্তবর্তীকালীন সরকার ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর বৈষম্য দূর করে ন্যায্য অধিকার নিশ্চিত করবে। দেশের স্বাস্থ্যখাতে টিকাদান কার্যক্রমের নিরবচ্ছিন্ন অগ্রগতির জন্য তারা সময়োপযোগী পদক্ষেপ চান।
কর্মসূচিতে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের বিজয়নগর উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে দীপংকর ঘোষ, শাফায়েত খান, নাইম চৌধুরী, ওমর ফারুক,মনির হুসেন, শেখ সবুজ,জাহেদা আক্তার, শিউলি আক্তার, নুসরাত জাহান, ফাতেমা আক্তার, সঞ্জয় ঘোপ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট ঠেকাতে লাকসামে স্বাস্থ্য বিভাগের সতর্কবার্তা; প্রেসব্লিফিং
বিজয়নগরে স্বাস্থ্য সহকারীদের ২ ঘণ্টা কর্মবিরতি
পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা
কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ক্ষতিকর মিথেন গ্যাস নিয়ন্ত্রণে বাংলাদেশের বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর নতুন উদ্ভাবন
চা পানে সারবে সর্দি-কাশি
সেরব্রাল পালসি" রোগে আক্রান্ত শিশু আরাফাত বাঁচতে চায়
ঝালকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং
দিনাজপুরে জাতীয় ভিটামিন ‘এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা
মাবনদেহে দারুচিনির উপকারিতা কি?
‘গ্লোবাল রিকগনিশন অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন বাংলাদেশের সানি
দৌলতদিয়া সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
বাঙ্গালি জাতির জন্য সুখবর। অকালে আর মৃত্যু নয়। উন্নত চিকিৎসায় বাংলাদেশেই ক্যান্সার ও অন্যান্য জটিল রোগ ভালো হয়