নিজস্ব প্রতিনিধি ২০ সেপ্টেম্বার ২০২৫ ০৫:১০ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকায় প্রাথমিক বিদ্যালয় স্থাপনের দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার সকালে বড়বাজার এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ‘রাধানগর পৌর প্রাথমিক বিদ্যালয়’ নামে একটি বিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছিল পৌরসভা। সেই অনুযায়ী সরকারি জমিতে একটি সাইনবোর্ড টানানোও হয়। এলাকাবাসীর প্রত্যাশা ছিল, অবশেষে পাঁচটি ওয়ার্ডের শিশুদের জন্য একটি সরকারি বিদ্যালয়ের যাত্রা শুরু হবে। কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র দেখা গেছে।
সাইনবোর্ড টানানোর জায়গায় এখন গড়ে উঠেছে দোকানপাট। সরকারি খাসজমি ভরাট করে সেখানে টিনের ঘর তোলা হয়েছে। অভিযোগ রয়েছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিদ্যালয় নির্মাণের জন্য যে জলাশয় ভরাট হয়েছিল, তা এখন ব্যক্তিগত মালিকানায় চলে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক ও মো. ওয়াসিম জানান, সরকারি জায়গা ও আশপাশের জমি দখল করে ব্যক্তি মালিকানায় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। তারা বলেন, “আমরা চাই ছিলাম এখানে একটি স্কুল হোক, কিন্তু এখন আন্দোলনের কারণে আমাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। অথচ বিদ্যালয় স্থাপন ছিল একটি কমিউনিটির মৌলিক দাবি।”
মো. আব্দুল আউয়াল নামে এক প্রবীণ বাসিন্দা বলেন, “আমরা বহুদিন ধরে শুনে আসছি এখানে একটি সরকারি বিদ্যালয় হবে। এখন দেখি, সেই সাইনবোর্ডও তুলে ফেলা হয়েছে। জায়গা বালু দিয়ে ভরাট করে চারপাশে টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এটা খুবই হতাশাজনক।”
এলাকাবাসীর দাবি অনুযায়ী, বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় জমি কিনতে সাবেক পৌর মেয়র একটি পক্ষের সঙ্গে আলোচনা করেছিলেন। তারা জানায়, সেসময় ১০ শতাংশ জমি বিদ্যালয়ের জন্য বরাদ্দ রাখার কথা ছিল, কিন্তু পরে আর কোনো অগ্রগতি দেখা যায়নি। এখন সেই জায়গাতেও ব্যক্তিগত স্থাপনা গড়ে তোলা হচ্ছে।
দেবগ্রামের বাসিন্দা মো. হারুনূর রশিদ ভূঁইয়া বলেন, “আমরা জমির বায়নাপত্র করেছিলাম, কিন্তু সাবেক মেয়র বিদ্যালয়ের জন্য আর জমি কেনেননি। শুধু একটি সাইনবোর্ড টানিয়েই দায় শেষ করেছিলেন।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, তারা শিগগিরই আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করবেন। তাদের একটাই দাবি-সরকারি জায়গা দখলমুক্ত করে অবিলম্বে বিদ্যালয় স্থাপন নিশ্চিত করা হোক।
আখাউড়া পৌর এলাকার এই প্রাথমিক বিদ্যালয় স্থাপনের বিষয়টি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের দাবি নয়-এটি একটি এলাকার ভবিষ্যতের সঙ্গে জড়িত। সরকারি জমি দখলের সংস্কৃতি আর প্রতিশ্রুতির রাজনীতি এখানে শিক্ষার মতো মৌলিক অধিকারকেও হুমকির মুখে ঠেলে দিয়েছে। এখন দেখার পালা-প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী উদ্যোগ নেয়, নাকি এটিও থেকে যাবে আরেকটি হারিয়ে যাওয়া আশার গল্প হিসেবে।
এইচএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে কেবি কলেজ প্রথম ,অধ্যক্ষের সংবাদ সম্মেলন
এইচএসসি ও সমমানে পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ
নতুন কুঁড়ির শিক্ষার্থীদের হাতে বৃত্তি প্রদান ও সনদপত্র বিতরণ
গাজীপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন
সরাইলে পবিত্র কোরআনের সুর প্রতিযোগিতা অনুষ্ঠিত
নবীনগরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু
আখাউড়ায় প্রাথমিক বিদ্যালয়ের দাবিতে মানববন্ধন
গলাচিপায় এ আর প্রি ক্যাডেট ইসলামিক একাডেমি'র আয়োজনে দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান
ব্র্যাক ইউনিভার্সিটি পেল ডিউক অব এডিনবরার ‘এমপাওয়ারমেন্ট’ ট্রফি
ঠাকুরগাওয়ে আরইউটিডিপি" র শীর্ষক প্রকল্প বাস্তবায়নে প্রস্তুতিমূলক কর্মশালা
বাংলাদেশে শুরু হলো দ্বিতীয় আইসিএফপি-২০২৫ সম্মেলন
লাকসামে উপজেলা পরিষদে পাবলিক লাইব্রেরি উদ্বোধন
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পাংশায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
জাতিসংঘে গ্লোবাল অ্যাকাডেমিক নেতৃবৃন্দের সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলরের আলোচনা
পিবিপ্রবির পরিসংখ্যান বিভাগের ৫ শিক্ষার্থী পেলেন অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদার মেধাবৃত্তি
শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ
চট্টগ্রামে এইচ এস সি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সিএমপি কমিশনার
আজ শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা
মমেক ছাত্রদের বোন্স ব্যাংকের উদ্যোগে মানব কঙ্কাল বিতরণ
নোবিপ্রবিতে দিনব্যাপী রিসার্চ ফেয়ার অনুষ্ঠিত
বাংলাদেশ এডিটরস ফোরামের উদ্যোগে প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত হয়েছে গণমাধ্যমে অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশষন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
বিজয়নগর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত শাহ আলম সভাপতি, কামাল সাধারণ সম্পাদক নির্বাচিত
গাবতলী মহিলা কলেজ কে বিশ্ববিদ্যালয় করা হবে ---সাবেক এমপি লালু
কদমতলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিএনপি নেত্রী সুন্দরীখাতুন কে সংবর্ধনা
বুরুজ আদর্শ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন---সাহাদত ইসলাম
শাহীনা রব স্মৃতি পদক পেলেন পাংশার সাংবাদিক সাকী মাহবুব
এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার-২০২৫
বগুড়া গাবতলী মহিলা কলেজের নব নির্বাচিত সভাপতি -- ডঃ মাহমুদুল হাসান
ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক চিন্তা গবেষণা কেন্দ্র (DUSTR)-এর নবগঠিত কমিটির সভাপতি হলেন অধ্যাপক ড. তমিজি এবং মহাসচিব হলেন অধ্যাপক ড. হামিদা