এস বি সুজন ১৪ জানু ২০২৬ ১২:১৪ পি.এম
লালমনিরহাটের কালীগঞ্জে ২০২৪-২০২৫ অর্থবছরের টিআর, কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অনেক প্রকল্পে অর্ধেক কিংবা সিকিভাগ কাজ করে, আবার কোথাও কোনো কাজ না করেই বরাদ্দের সিংহভাগ অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
কিছু প্রকল্প শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ, বাস্তবে এসব কাজের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। প্রকল্প বাস্তবায়ন ও তদারকির সঙ্গে জড়িত কর্মকর্তারাও এসব অনিয়মের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে। সুষ্ঠু তদন্ত হলে প্রকল্পগুলোর ব্যাপক অনিয়ম ও দুর্নীতির চিত্র বেরিয়ে আসবে বলে স্থানীয়দের দাবি।
অনুসন্ধানে জানা যায়, প্রতি অর্থবছরে টিআর ও কাবিটা-কাবিখা সংস্কার কর্মসূচির মাধ্যমে গ্রামীণ পর্যায়ে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকার নগদ অর্থ ও খাদ্যশস্য বরাদ্দ দেয়। এসব বরাদ্দের আওতায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে সমন্বয় করে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। এসব প্রকল্পের তদারকির দায়িত্বে থাকেন উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)। তবে তদারককারী ও বাস্তবায়নকারীদের গাফিলতির কারণে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবে না হলেও কাগজে-কলমে সম্পন্ন দেখানো হয়েছে।
বাংলাদেশ সরকারের হাতে গোনা কয়েকটি দপ্তরের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর অন্যতম, যার ওপর সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ভাবমূর্তি অনেকটাই নির্ভর করে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনরত পিআইও মাজহানুর রহমান এই গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব গ্রহণের পর থেকেই নিয়মিত অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে উপজেলার ৮টি ইউনিয়নে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কিস্তিতে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের আওতায় যেসব বরাদ্দ দেওয়া হয়েছে, তার অধিকাংশ প্রকল্পেই কাজ হয়েছে নামমাত্র।
সরেজমিনে দেখা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরের তৃতীয় কিস্তিতে কাবিটা কর্মসূচির আওতায় উপজেলার ১ নম্বর ভোটমারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে খান্নুনের বাড়ি থেকে নুর ইসলাম মাস্টারের বাড়ি পর্যন্ত ১০০ মিটার হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা নির্মাণের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটি কেবল কাগজে-কলমে বাস্তবায়ন দেখিয়ে বরাদ্দের অর্থ উত্তোলন করা হয়েছে। বাস্তবে কোনো কাজই করা হয়নি। উল্লেখ্য, ওই স্থানে আগে থেকেই এইচবিবি রাস্তা ছিল। পূর্বের কাজ দেখিয়ে নতুন করে বরাদ্দের অর্থ আত্মসাতের চেষ্টা করেন প্রকল্পসংশ্লিষ্টরা।
২ নম্বর মদাতী ইউনিয়নে টিআর কর্মসূচির আওতায় ৩ নম্বর ওয়ার্ডের পরিত্যক্ত তালুক শাখাতী হযরত আলী রাহমাতুল্লাহ হাফিজিয়া মাদরাসা সংস্কারের জন্য ১ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। সেখানে কাজ হয়েছে খুবই সামান্য। আশ্চর্যের বিষয় হলো, ২০২৫-২০২৬ অর্থবছরে একই প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে তালুক শাখাতী হযরত আলী (রা.) কওমি মাদরাসা নামে আবারও ১ লাখ ৪৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
সেখানেও কাজ হয়েছে নামমাত্র। প্রকল্প সভাপতির দেওয়া তথ্যমতে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে হেতেনের বাড়ির তিপুতি থেকে ব্রাহ্মণপাড়া কালীমন্দির পর্যন্ত ৪৩০ মিটার রাস্তা সংস্কারের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও কোনো কাজই করা হয়নি, অথচ বিল উত্তোলন করা হয়েছে।
গোড়ল ইউনিয়নের গোড়ল দাখিল মাদরাসা উন্নয়নের জন্য ২ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। সেখানে মাত্র ১০টি টিন ও ৬টি চিকন সিঁড়ি দিয়ে একটি চালা নির্মাণ করা হয়েছে। বাকি অর্থ প্রকল্পসংশ্লিষ্টদের পকেটে গেছে বলে অভিযোগ। একই ইউনিয়নের গোড়ল ৮ নম্বর ওয়ার্ডের ভাল্লাটারী থেকে সিএমএস স্কুল পর্যন্ত ৭৫০ মিটার রাস্তায় মাটি কাটার জন্য ৩ লাখ ৬৭ হাজার ৮০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দের অর্থ উত্তোলন করা হলেও বাস্তবে কোনো কাজই হয়নি।
চলবলা ইউনিয়ন পরিষদের গেট নির্মাণে ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের সভাপতি মর্জিনা বেগম ও ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বরাদ্দের টাকা উত্তোলন করলেও কাজ করেছেন আংশিক। কাকিনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে কাজীর হাট ওয়াব্দা বাঁধ লোকমানের বাড়ি থেকে বেলালের বাড়ি পর্যন্ত ৩৫০ মিটার রাস্তা সংস্কারে ৩ লাখ ৫০ হাজার ২৫৮ টাকা বরাদ্দ দেওয়া হয়। সেখানে কাজ হয়েছে নামমাত্র হলেও পুরো টাকা উত্তোলন করা হয়েছে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম কিস্তিতে উপজেলার ৮টি ইউনিয়নে টিআর প্রকল্প ৫৩টি, কাবিখা প্রকল্প ২৪টি এবং কাবিটা প্রকল্প ৪২টির কাজ চলমান রয়েছে। এসব প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অনেক প্রকল্পের কাজ এখনো কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মাজহানুর রহমানের সাথে , মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, তিনি সদ্য এই উপজেলায় যোগদান করেছেন। প্রকল্পগুলোর বিষয়ে তিনি বিস্তারিত জানেন না। তবে যেসব প্রকল্পে কাজ হয়নি, সেসব প্রকল্পের তথ্য দেওয়া হলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।
লালমনিরহাটের কালীগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ১৮ জন আটক
রেলওয়ের সম্পদ দখল ও দীর্ঘস্থায়ী বদলি জট : দিনাজপুরে গণশুনানিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ
লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে কু-প্রস্তাব সহ অর্থ আদায়ের অভিযোগ
লালমনিরহাটে উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগ শিক্ষক দম্পতির বিরুদ্ধে
বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড সাঁটিয়ে প্রবাসীর জমি দখল
বদলি ঠেকিয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া জেলা পরিষদ কর্মচারী সাইফুল
জুলাই আন্দোলনে হামলাকারী ব্র্যাক ইউনিভার্সিটির কর্মকর্তা সুকেশ কুমার বহাল তবিয়তে!
যশোর বিমান বন্দরে নিলামের নামে তুঘলকি কান্ড
সাতক্ষীরায় সাংবাদিক পরিচয়ে আলামিনের চাঁদাবাজিতে অতিষ্ঠ কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ী
ডিএনসিসিতে ত্রিরত্নসহ এখনও বহাল তবিয়তে
অপরাধ ডাকতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ
ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আসাদ, ঘুরে ফিরে বার বার একই জায়গায়
ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দূনীতির অভিযোগ
সাতক্ষীরা ভোমরা সীমান্তে শীর্ষ মাদক সম্রাট হালিম মাষ্টার বেপরোয়া --
রাজবাড়ীতে ফ্রি লান্সিং এর নামে লাখ টাকা প্রতারণার অভিযোগ
বাখরাবাদ গ্যাস অফিসে ইমাম নিয়োগে অনিয়ম, কম্পিউটার অপারেটর দিয়ে চলছে ইমামতি!
ব্যবসা গুটিয়ে দেশত্যাগের চেষ্টায় চট্টগ্রামের আওয়ামীলীগ নেতা হারুন
অর্থের বিনিময়ে মামলার ভিন্ন মোর , জোর করে মামলায় স্বাক্ষর করান ওসি- মামলার বাদী কালাম মোল্লা
“জনগণের টাকা দিয়ে খেলছে গভর্নর মনসুর! ২৬ হাজার কোটি ছাপিয়ে ধ্বংস করলেন অর্থনীতি, এবার জবাব চাই”
লাকসামে পলাতক চেয়ারম্যানের বহুতল ভবনে অবৈধ পানির সংযোগ!
মেট্রোরেলের চুরি যাওয়া জিনিসপত্রের তদন্তে সাংবাদিকদের উপর হামলা, ভাঙচুর এবং মোবাইল ছিনতাই – দক্ষিণ খান থানা পুলিশ, একজন গ্রেপ্তার
পটুয়াখালীতে বন উজার ঘটনায় তদন্ত কর্মকর্তার তদন্ত করবে কে ?
দুর্নীতির পুরনো হিসাব মিলাতে ব্যস্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
নাসিক ২৫নং ওয়ার্ড সচিবকে অপসারনে গভীর ষড়যন্ত্র
ঝালকাঠিতে পাঁচ হাজার টাকার জন্য অবসরপ্রাপ্ত সৈনিককে কুপিয়ে হত্যা
সাব-রেজিস্ট্রার অফিসের পিয়ন,দলিল লেখক,শশুর বাড়ির চক্রান্তে নিঃস্ব সোহাগ
রামগঞ্জে বাতিজা ২৫ লক্ষ্য টাকা চাঁদা দাবি করে চাচাকে হত্যার হুমকি
মাদক মামলার আসামী গ্রেফতারের সময় পুলিশের উপর হামলা