নিজস্ব প্রতিনিধি ০৮ সেপ্টেম্বার ২০২৫ ০৬:০৬ পি.এম
সাতক্ষীরার কথিত সাংবাদিক আলামিন সরদারের চাঁদাবাজিতে চরম ভোগান্তিতে পড়েছে জেলার সকল দত্তরের সরকারি কর্মকর্তাকর্মচারী ব্যবসায়ী ও রাজনীতিবীদরা। তার রোশানাল থেকে রেহাই পাইনি জেলার কোন দপ্তর । এমনকি পেশাদার সাংবাদিকরাও। ৫ম শ্রেনী পাস এই যুবকের হাতে মহান পেশার পরিচয় পত্র কে তুলে দিয়েছে এ নিয়ে জেলা জুড়ে চলছে আলো চনা সমালোচনার ঝড়। আলামিন সরদার তালা উপজেলার কাশিয়াডাঙা গ্রামের তুব্বাত সরদারের ছেলে। অভিযোগ আছে, জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে জেলা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন সাংবাদিক (হলুদ) পরিচয় দানকারী আলামিন ও তার সিন্ডিকেট। দাবীমত টাকা না দিলে পড়তে হয় কথিত হলুদ সাংবাদিকের রোশানলে। উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা ভিত্তিহীন গল্প তৈরী করে আলামিন সিন্ডকেট। মিথ্যাগল্পের কল্প কাহিনী লিখে সংবাদ পরিবেশন কারে ভাবমূর্তি ক্ষুন্ন করাই তার একমাত্র কাজ। ইতিমধ্যে জেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, গনপূর্ত, এলজিইডি, শিক্ষা প্রকৌশলী, জেলা পরিষদ,খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের জেলা উপজেলার কর্মকর্তা কর্মচারী ও রাজনিতিবিদ ব্যবসায়ীদের নামে ফেসবুকে,পত্রিকায় উদ্দেশ্য প্রনোদিত সংবাদ পরিবেশন করে হেয় প্রতিপন্ন করেছে।
এমনকি তার হাত থেকে রেহাই পাইনি পেশাদার সাংবাদিকও। অনুসন্ধানে জানা গেছে, আলামিন স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করার পর, আর বিদ্যালয়ের ধারে পাশে ঘেঁসেনি। এরপর সে নানা অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে জেলও থেটেছেন । নাম না প্রকাশের শর্তে উক্ত দপ্তরের কর্মকর্তা কর্মচারিরা জানিয়েছেন, আলামিন প্রথমে ওয়েব সাইড থেকে কর্মকর্তাদের নাম পরিচয় ও ফোন নাম্বার সংগ্ৰহ করেন। এরপর সাংবাদিক পরিচয় দিয়ে টাকা দাবী করেন। দাবীমত টাকা না দিলে তার বিরুদ্ধে কল্পকাহিনী লিথে ছাড়া হয়
ফেসবুকে। এরপর হোয়াটসএ্যাপে সে সংবাদ পাঠিয়ে পুনঃরায় দাবি করা হয় মোটা অংকের টাকা। সামাজিক অবস্তান,মানসম্মান ক্ষুণ্ন হওয়ার ভয়ে কিছু টাকা দিলেও সপ্তাহ খানেক পর ফের টাকা দাবি করতে থাকে আলামিন। এভাবে প্রতিনিয়ত চলে তার অত্যাচার। তালা উপজেলার ইউনিয়ন ভূমিকর্মকর্তা আব্দুল জলিল, আশরাফুল হকসহ অনেকে জানান, বেশ কয়েকদিন আগে তার পত্রিকায় বিজ্ঞাপনের নামে কিছু টাকা দাবি করে। দাবি মত টাকা না দেওয়া তাদের জেলা শীর্ষ ঘুষখোর ও দূর্নীতিবাজ বানিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করে। এরপর সেই সংবাদ ফেসবুকে ছড়িয়ে দেওয়া হুমকি নিয়ে ২০ হাজার টাকা দাবি করে। এসব অত্যাচারের হাত থেকে মুক্তির লক্ষ্যে সাংবাদিক নামঘারি চাঁদাবাজের গ্রেপ্তার দাবি জানান তারা। পাটকেলঘাটার বিশিষ্ট ব্যাবসায়ী কেশব সাধু, আবু সাইদ জানান, আলামিন তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে প্রথমে আর্থিক অনটনের কথা বলে টাকা চাই। এর কিছু দিন পর ফেসবুকে দুনীতির সংবাদ আসছে বলে পোস্ট দিয়ে মোটাঅংকের টাকা দাবি করে। দাবীমত টাকা নাদিলে, মিথ্যা সংবাদ পরিবেশন করে সামাজিকভাবে ভাবমূর্তি ক্ষুন্ন করে। অতিদ্রুত এই চাঁদবাজকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তারা। স্থানীয়রা জানান, আলামিন একটা ভূয়া অনালাইন পোর্টাল খুলে নিজেকে সাংবাদিক দাবী করে। সাংবাদিকতার নামে জেলার সরকারী কর্মকর্তা কর্মচারি ব্যবসায়ী ও রাজনীতিবিদদের জিম্মি করে নিয়মিত টাকা আদায় করে আসছে । অতিদ্রুত প্রশাসন যদি আলামিন সিন্ডিকেটের চাঁদাবাজির লাগাম টেনে নাধরে তাহলে হুমকির মুখে পড়বে এই মহান পেশা ৷ সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আলামিনের নামে বেশ কয়েকটি মামলা চলামান আছে। পর্নোগ্রাফি আইনেও একটি মামলা আছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
সাতক্ষীরায় সাংবাদিক পরিচয়ে আলামিনের চাঁদাবাজিতে অতিষ্ঠ কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ী
ডিএনসিসিতে ত্রিরত্নসহ এখনও বহাল তবিয়তে
অপরাধ ডাকতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ
ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আসাদ, ঘুরে ফিরে বার বার একই জায়গায়
ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দূনীতির অভিযোগ
সাতক্ষীরা ভোমরা সীমান্তে শীর্ষ মাদক সম্রাট হালিম মাষ্টার বেপরোয়া --
রাজবাড়ীতে ফ্রি লান্সিং এর নামে লাখ টাকা প্রতারণার অভিযোগ
বাখরাবাদ গ্যাস অফিসে ইমাম নিয়োগে অনিয়ম, কম্পিউটার অপারেটর দিয়ে চলছে ইমামতি!
ব্যবসা গুটিয়ে দেশত্যাগের চেষ্টায় চট্টগ্রামের আওয়ামীলীগ নেতা হারুন
অর্থের বিনিময়ে মামলার ভিন্ন মোর , জোর করে মামলায় স্বাক্ষর করান ওসি- মামলার বাদী কালাম মোল্লা
“জনগণের টাকা দিয়ে খেলছে গভর্নর মনসুর! ২৬ হাজার কোটি ছাপিয়ে ধ্বংস করলেন অর্থনীতি, এবার জবাব চাই”
লাকসামে পলাতক চেয়ারম্যানের বহুতল ভবনে অবৈধ পানির সংযোগ!
মেট্রোরেলের চুরি যাওয়া জিনিসপত্রের তদন্তে সাংবাদিকদের উপর হামলা, ভাঙচুর এবং মোবাইল ছিনতাই – দক্ষিণ খান থানা পুলিশ, একজন গ্রেপ্তার
পটুয়াখালীতে বন উজার ঘটনায় তদন্ত কর্মকর্তার তদন্ত করবে কে ?
দুর্নীতির পুরনো হিসাব মিলাতে ব্যস্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
নাসিক ২৫নং ওয়ার্ড সচিবকে অপসারনে গভীর ষড়যন্ত্র
ঝালকাঠিতে পাঁচ হাজার টাকার জন্য অবসরপ্রাপ্ত সৈনিককে কুপিয়ে হত্যা
সাব-রেজিস্ট্রার অফিসের পিয়ন,দলিল লেখক,শশুর বাড়ির চক্রান্তে নিঃস্ব সোহাগ
রামগঞ্জে বাতিজা ২৫ লক্ষ্য টাকা চাঁদা দাবি করে চাচাকে হত্যার হুমকি
মাদক মামলার আসামী গ্রেফতারের সময় পুলিশের উপর হামলা
লাকসামে অফিস না করেই বেতন নিচ্ছেন আইসিটি কর্মকর্তা!
আমতলীতে লক্ষন দাসের হাতি দেখিয়ে নিরব চাঁদাবাজি
একই মেশিনে আগে বের হতো জামায়াত- বিএনপি' এখন আ'লীগ
ত্রিশালে আওয়ামীলীগের সাবেক এমপি মাদানীর ছেলে ও তার অনুসারীরা এখনো মাদক ব্যবসায় লিপ্ত
শেখ পরিবারের আস্তাভাজন ইউপি চেয়ারম্যান হায়দার মোড়ল
১২ লাখ টাকার চুক্তিতে ৩১ লক্ষ টাকা দিয়েও লাশ হলো বাঘার সেলিম
ত্রিশালে প্রকাশ্যে চলছে জমজমাট জুয়া আসর,নিঃস্ব হচ্ছে এলাকার শত শত মানুষ,ধ্বংস হচ্ছে যুবসমাজ
আমতলীতে ৫০ শয্যা হাসপাতালে ২২জন স্টাফদের মধ্যে১৬ জনের শুন্যপদ থাকায় চিকিৎসাসেবা ঝুঁকে পরছে
স্থলবন্দরে দুটি শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব একই পরিবারের হাতে: সাধারণ শ্রমিকদের ক্ষোভ ও প্রশ্নবিদ্ধ কার্যক্রম
মাতুয়াইল পশ্চিম পাড়ার আতঙ্কের নাম বিল্লাল