নিজস্ব প্রতিবেদক ০৮ মার্চ ২০২৫ ০৪:০৬ পি.এম
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আওতায় দিন ৫নং দক্ষিণ চন্ডীপুর ইউনিয়নের ফতেহ পুর এলাকার স্থায়ী বাসিন্দা মৃত লুৎফর রহমান ভূঁইয়ার ছোট ছেলে হাজী আবদুল মতিন ভূঁইয়া দীর্ঘদিন ধরে আপন ভাই ও ভাইয়ের ছেলেদের হাতে নির্যাতনের শিকার। খোঁজ নিয়ে জানা গেছে, মৃত আবদুল রশিদ ভূঁইয়ার ছেলে,কামাল হোসেন ভুইঁয়া (৪২)।হাবিবুর রহমান ভূঁইয়ার ছেলে মাহবুবর রহমান টিটু (৪০), মৃত আলী আহাম্মদ ভূঁইয়ার ছেলে শাহাজাহান ভূঁইয়া(৪২), সহ এলাকার স্থানীয় প্রতিবেশী মৃত হাবিব উল্যার ছেলে ফারুক হোসেন মেম্বার (৪২), মৃত এসহাক পাটওয়ারীর ছেলে বিল্লাল সহ আরও ৭/৮ জন দলবদ্ধ ভাবে আবদুল মতিন ভূঁইয়ার নিকট ২৫ লক্ষ্য টাকা চাঁদা দাবি করে হত্যা ও লাশ গুম করার হুমকি দিয়ে আসছে তার আপন ভাই ও ভাইয়ের ছেলে গণ।
এমন অভিযোগ করেন চাঁদা দাবি কারীদের বিরুদ্ধে ভুক্তভোগী আবদুল মতিন ভূঁইয়া পরিবারের স্বজনরা। আবদুল মতিন ভূঁইয়া একজন আইনের প্রতি শ্রদ্ধাশীল সহজ সরল নিরীহ প্রকৃতির লোক হয়।অপর দিকে ২য়পক্ষ গণ জোর,জুলুমবাজ, নাঠা, লাঠিয়াল,দাঙ্গা হাঙ্গামাকারী,মামলাবাজ,পরের ধন লোভী,ও চাঁদাবাজ সন্ত্রাসী শ্রেণীর লোক হয়। তাহারা দেশের আইন কানুন সালিশ দরবার কিছুই কে তোয়াক্কা করেন না।গায়ের জোরে যাহা খুশি তাহাই করিয়া বেড়ায়। হুমকি দাতা মাহবুবুর রহমান টিটু ভূঁইয়া স্থানীয় রাজনৈতিক দলের কু- ইন্ধন দাতা দিয়া ভুক্তভোগী আবদুল মতিন নিকট হইতে বিভিন্ন সময়ে ২৫ লক্ষ্য টাকা চাঁদা দাবি করিয়া আসিতেছে। ভুক্তভোগী আবদুল মতিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, ঢাকা পান্ত পথে স্কয়ার হাসপাতালের সংলগ্ন রাজা বাজারে আমি নিজস্ব বাড়ি ঘর করিয়া আমার স্বপরিবার নিয়া বসবাস করে আসছি। তিনি আরও বলেন, কয়েক বছর পর পর গ্রামের বাড়িতে আসি।তৎ সুযোগে বৈষম্য ছাত্র আন্দোলনে সরকার পরিবর্তনের কারণে তৎ সুযোগে কামাল হোসেন ভুইঁয়া ও মাহবুবর রহমান টিটু ভূঁইয়া শিকড় থেকে শিকড়ে গজাইয়া দৈত্য দানবের মত সমাজের নিরীহ মানুষকে অশ্লীন আচরণ ও লুটপাট শুরু করে। তাদের এই আচরণের কারণে সমাজের কেউ তাদের বিরুদ্ধে আইনের লোকের কাছে মুখ খোলেনা। যদিও মাঝের মধ্যে দুই একজন স্বাক্ষী দিলে তাহাদের বিরুদ্ধে হামলা মামলা ও রাতের অন্ধকারে প্রাণনাশের হুমকি দিয়ে বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা করে।
ভুক্তভোগী আবদুল মতিন গত কিছু দিন পূর্বে রামগঞ্জ থানার দক্ষিণ চন্ডিপুরে তার নিজ গ্রামে আশা মাত্রই ২৫ লক্ষ্য টাকা চাঁদা দাবি করে আটক করেন।এবং ধরিয়ে নিয়ে একটি অন্ধকার পরিত্যক্ত ঘরে দীর্ঘ সময় বন্ধি করে রাখে। আটক করে টানাহ্যাঁচড়া করার ঘটনা অপরিচিত প্রতিবেশীদের চোখের নজরে পড়ে। টানাহ্যাঁচড়া করার চিত্র প্রতিবেশীর নজরে পড়িলে, তৎ খানিক থ্রি ফল নাই নাইনে কল করে পুলিশ কে জানায়।থ্রি ফল নাইন নাইনে কল পেয়ে রামগঞ্জ থানার পুলিশ হেলাল উদ্দিন ঘটনারস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। এঘটনার পর হইতে এখন পর্যন্ত আতংকে রয়েছে ভুক্তভোগী আবদুল মতিন ভূঁইয়া পরিবারের স্বজনরা। ভুক্তভোগী আবদুল মতিন ভূঁইয়ার বিরুদ্ধে যে গাছ কাটার মামলা দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।গত শুক্রবার ভোর বেলায় ভুক্তভোগী আপন চাচাতো ভাই ও প্রতিবেশী জয়নালের নেতৃত্বে আবারও ২৫ লক্ষ্য টাকা চাঁদা দাবি করেন।একপর্যায়ে ২৫ লক্ষ্য টাকা চাঁদা না পেয়ে আবারও আটক করার চেষ্টা করে মারধরের হুমকি দিয়ে গায়ে হাত দেয়। একই ঘটনা দফায় দফা করেও তারা খান্ত হয়নি।চতুর্থ দফা হুমকির ঘটনা ঘটে ভুক্তভোগীর পরিত্যক্ত পুরাতন বসত বাড়ির সামনে অভিযুক্ত অপরাধ কারী মাহবুবর রহমান টিটু ভূঁইয়ার মায়ের নেতৃত্বে জেসমিন ও সজিব মারধর করবে বলে হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত।শুধু তাই নয় ভুক্তভোগী আবদুল মতিন ভূঁইয়া এলাকায় বসবাস করতে হলে ২৫ লক্ষ্য টাকা চাঁদা দিয়ে থাকতে হবে। ভুক্তভোগী ও এলাকাবাসীদের কাছ থেকে পাওয়া অভিযোগে অভিযুক্ত চাঁদা দাবি কারীদের কাউকে খোঁজে না পাওয়ার কারণে প্রতিবেশী ও ভুক্তভোগীদের দেওয়া অভিযোগ সত্য কিনা জানা সম্ভব হয়নি। তবে এলাকার প্রতিবেশীরা সাংবাদিকদের জানান, ঘটনার সাথে জড়িত মাহবুবর রহমান টিটু ভূঁইয়া,কামাল হোসেন ভুইঁয়া, শাহাজান ভূঁইয়া,প্রতিবেশী ফারুক জয়নাল সহ সকল ইন্ধন দাতা জোর পূর্বক আটক কারীদের কে আইনের আওতায় এনে গ্রেফতারের মাধ্যমে উপযুক্ত বিচার করা একান্ত আবশ্যক ও জরুরি বলে মন্তব্য করেছেন ভুক্তভোগী পরিবারের স্বজন ও প্রতিবেশী গণেরা।
লালমনিরহাটের কালীগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ১৮ জন আটক
রেলওয়ের সম্পদ দখল ও দীর্ঘস্থায়ী বদলি জট : দিনাজপুরে গণশুনানিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ
লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে কু-প্রস্তাব সহ অর্থ আদায়ের অভিযোগ
লালমনিরহাটে উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগ শিক্ষক দম্পতির বিরুদ্ধে
বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড সাঁটিয়ে প্রবাসীর জমি দখল
বদলি ঠেকিয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া জেলা পরিষদ কর্মচারী সাইফুল
জুলাই আন্দোলনে হামলাকারী ব্র্যাক ইউনিভার্সিটির কর্মকর্তা সুকেশ কুমার বহাল তবিয়তে!
যশোর বিমান বন্দরে নিলামের নামে তুঘলকি কান্ড
সাতক্ষীরায় সাংবাদিক পরিচয়ে আলামিনের চাঁদাবাজিতে অতিষ্ঠ কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ী
ডিএনসিসিতে ত্রিরত্নসহ এখনও বহাল তবিয়তে
অপরাধ ডাকতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ
ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আসাদ, ঘুরে ফিরে বার বার একই জায়গায়
ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দূনীতির অভিযোগ
সাতক্ষীরা ভোমরা সীমান্তে শীর্ষ মাদক সম্রাট হালিম মাষ্টার বেপরোয়া --
রাজবাড়ীতে ফ্রি লান্সিং এর নামে লাখ টাকা প্রতারণার অভিযোগ
বাখরাবাদ গ্যাস অফিসে ইমাম নিয়োগে অনিয়ম, কম্পিউটার অপারেটর দিয়ে চলছে ইমামতি!
ব্যবসা গুটিয়ে দেশত্যাগের চেষ্টায় চট্টগ্রামের আওয়ামীলীগ নেতা হারুন
অর্থের বিনিময়ে মামলার ভিন্ন মোর , জোর করে মামলায় স্বাক্ষর করান ওসি- মামলার বাদী কালাম মোল্লা
“জনগণের টাকা দিয়ে খেলছে গভর্নর মনসুর! ২৬ হাজার কোটি ছাপিয়ে ধ্বংস করলেন অর্থনীতি, এবার জবাব চাই”
লাকসামে পলাতক চেয়ারম্যানের বহুতল ভবনে অবৈধ পানির সংযোগ!
মেট্রোরেলের চুরি যাওয়া জিনিসপত্রের তদন্তে সাংবাদিকদের উপর হামলা, ভাঙচুর এবং মোবাইল ছিনতাই – দক্ষিণ খান থানা পুলিশ, একজন গ্রেপ্তার
পটুয়াখালীতে বন উজার ঘটনায় তদন্ত কর্মকর্তার তদন্ত করবে কে ?
দুর্নীতির পুরনো হিসাব মিলাতে ব্যস্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
নাসিক ২৫নং ওয়ার্ড সচিবকে অপসারনে গভীর ষড়যন্ত্র
ঝালকাঠিতে পাঁচ হাজার টাকার জন্য অবসরপ্রাপ্ত সৈনিককে কুপিয়ে হত্যা
সাব-রেজিস্ট্রার অফিসের পিয়ন,দলিল লেখক,শশুর বাড়ির চক্রান্তে নিঃস্ব সোহাগ
রামগঞ্জে বাতিজা ২৫ লক্ষ্য টাকা চাঁদা দাবি করে চাচাকে হত্যার হুমকি
মাদক মামলার আসামী গ্রেফতারের সময় পুলিশের উপর হামলা